• ঢাকা
  • শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

ঢাবিতে প্রশ্নফাঁসের অভিযোগে বহিষ্কৃত ৭ শিক্ষার্থীর পুনঃভর্তির অনুমোদন


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫, ১২:১৫ পিএম
ঢাবিতে প্রশ্নফাঁসের অভিযোগে বহিষ্কৃত ৭ শিক্ষার্থীর পুনঃভর্তির অনুমোদন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শিক্ষাবর্ষে প্রশ্নফাঁস ও ডিজিটাল জালিয়াতির মাধ্যমে ভর্তি হওয়ার অভিযোগে বহিষ্কার হওয়া সাত শিক্ষার্থীকে পুনঃভর্তির অনুমোদন দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২০২০ সালের ২৮ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতিসহ অবৈধ পন্থায় ভর্তি হওয়ার অভিযোগে ওই ৬৩ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই ৬৩ জনের মধ্যে সাতজন শিক্ষার্থী আবার বিশ্ববিদ্যালয়ে তাদের একাডেমিক কার্যক্রম করার সুযোগ পাবে।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, ২০২০ সালে বহিষ্কৃত হওয়া এই শিক্ষার্থীরা আদালতে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছিল। আদালত তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের আবারো ভর্তি করতে বিশ্ববিদ্যালয়কে আদেশ দিয়েছে। আদালতে সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয় তাদের আবার ভর্তি নিবে। তারা তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের যে অংশে থাকা অবস্থায় বহিষ্কার হয়েছিল সেখান থেকেই তারা তাদের একাডেমিক কার্যক্রম আবার শুরু করতে পারবে।ওই সাতজন শিক্ষার্থী হলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এস.এম রিফাত হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের নাহিদ ইফতেখার, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মো. মেহেদী হাসান, ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিহাব হাসান খান, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের  শাশ্বত্ত কুমার ঘোষ, সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সালমান এফ রহমান হৃদয়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মো. লাভলুর রহমান।


Side banner
Link copied!