• ঢাকা
  • রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

এবার ৬ দফা দাবিতে ঢাকার পথে কুয়েট শিক্ষার্থীরা


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ১১:৫৮ এএম
এবার ৬ দফা দাবিতে ঢাকার পথে কুয়েট শিক্ষার্থীরা

এবার ঢাকার পথে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা। উপাচার্যের পদত্যাগ ও নতুন নিয়োগসহ ৬ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে শিক্ষার্থীদের দু'টি বাস রাজধানীর উদ্দেশ্যে যাত্রা করেছে।
এবার ঢাকার পথে কুয়েট শিক্ষার্থীরা

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টায় চোখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়ে ক্যাম্পাস ত্যাগ করেন শিক্ষার্থীরা। এই দাবি বাস্তবায়নের উদ্দেশ্যে নিরাপদে অবস্থা নিয়ে ভার্চুয়ালি এ আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান। এ সময় তারা অভিযোগ করেন, ছয় দফা দাবির একটিও বাস্তবায়ন হয়নি। তারা অতিসত্বর এই দাবি বাস্তবায়নের মধ্য দিয়ে শিক্ষা কার্যক্রমে ফিরতে চান।

আন্দোলনকারী এক ছাত্রী বলেন, ছাত্রদল ও বিএনপির স্থানীয় সন্ত্রাসীদের হামলার ৫ দিন পরেও অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন থেকে আমরা কোনো সাহায্য পাইনি, যোগাযোগও করেনি। আমাদের নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর চাপাতি-রামদা-পিস্তল দিয়ে হামলা চালানো হয়েছে; যা জুলাই বিপ্লবের পর বাংলাদেশের কোনো ক্যাম্পাসে কোনো ক্যাডার বাহিনী সাহস করেনি।
তিনি আরও বলেন, কুয়েটের শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মারকলিপি পাঠ করার তিন দিন পার হয়ে গেছে। আমরা আমাদের স্মারকলিপি মিডিয়াতে দিয়েছি, আনঅফিসিয়ালি পৌঁছানোর চেষ্টা করেছি। তারপরেও সরকারের পক্ষ থেকে আমরা কোনো সাড়া পাইনি।

আরেক শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসে আমরা নিরাপদ বোধ করছি না। তাই আমরা নিজেরা টাকা জোগাড় করে বাস ঠিক করে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যাচ্ছি। যতদিন না আমরা নিরাপদ বোধ করছি এবং প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে ততদিন আমরা এখানে ফিরে আসবো না।
 
গেল ১৮ ফেব্রুয়ারি বিকালে বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। এতে দেড় শতাধিক শিক্ষার্থী আহত হওয়ার দাবি করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।


Side banner
Link copied!