বরদাস্তহীন সীমা অতিক্রম করে চলতে থাকা অস্থিতিশীল নিত্যপ্রয়োজনীয় বাজারমূল্যের এমন লাগামহীন ঊর্ধ্বগতিতে স্বল্প আয়ের দুর্ভাগা সাধারণ মানুষদের জীবনযাত্রা দুর্বিসহ হয়ে উঠেছে।নেপথ্যে গভীর ষড়যন্ত্রের আভাষ। বাজারদরে লেগে যাওয়া দাউ দাউ করা সর্বগ্রাসী ক্রমবর্ধমান আগুন নেভানোর সকল রকমের প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।যে আগুন পেঁয়াজ-রসূনের মূল্যবৃদ্ধির মধ্য দিয়ে সূচিত হয়েছে সেটা ধীরে ধীরে চাল-আটা, তেল-লবণ, মাছ-মাংস, তরি-তরকারিসহ সব কিছুকে গ্রাস করে চলছে। চলতে থাকা অশুভ চক্রান্তমূলক এমন অগ্নিগর্ভ ও জনজীবন অতিষ্ঠকারী আগ্রাসনের বিরুদ্ধে খোদ প্রধানমন্ত্রীর “বরদাস্ত করা হবেনা” মর্মে উচ্চারিত হুঁশিয়ারিও হালে কূল পাচ্ছেনা।ভ্রাম্যমাণ আদালতের অভিযানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দুর্ধর্ষ মজুতদার ও কালো বাজারীরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ‘ম্যাজিস্ট্রেট এবং পুলিশের উপর হামলা’ চালিয়ে লাঞ্ছিত করেছে এমন লজ্জ্বাজনক ঘটনাও ইতোমধ্যে ঘটে গেছে। এমন সাহস এরা কোথা থেকে পায়? মূলত : এটা কি শত বাধা-বিঘ্ন অতিক্রম করে উন্নয়নের ধারার পথে অগ্রসরমান সরকারের পতন ঘটানোর প্রচেষ্টার কোনো কূট-কৌশলের অশুভ ইঙ্গিত বা অশণি সংকেত কিনা এমন চিন্তা আসাটা খুব একটা অমূলক নয়।আরো ভাবার বিষয় হচ্ছে- আমাদের মহান মুক্তিযুদ্ধে সহযোগিতা দানকারী, আমাদের জন্যে এমন দরদী নিকট প্রতিবেশী ভারত কেন হঠাৎ করে আমাদের দেশে তাদের দেশের পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলো তার সঠিক কারণটা কিন্তু আমরা জানি না। অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীদের চাপে যখন আমাদের হিমশিম অবস্থা, এমন একটা সময়ে ভারত সরকারের এন আর সি পলিসির শিকার আসাম ও পশ্চিমবঙ্গে দীর্ঘকাল যাবৎ স্থায়ীভাবে বসবাসরত হিন্দু-মুসলিম নির্বিশেষে বেশুমার মানুষের উদ্বাস্তু হয়ে বাংলাদেশে আসতে হলে বাংলাদেশ যে কী ভীষণ বিপর্যয়ের মুখোমুখি হবে তা কল্পনারও অতীত। ইতোমধ্যে কিছু কিছু মানুষের সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করার অশুভ পদক্ষেপ শুরু হয়ে গেছে।এভাবে চার দিক থেকে শুরু হওয়া বহুমুখী সমস্যা গোটা দেশ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়ন প্রচেষ্টায় চেষ্টিত স্বপ্নচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে কুপোকাত করে, সকল উন্নয়ন প্রচেষ্টা বানচাল করে আবার দেশকে ’৭৫ পূর্বকার সময়ের মতো অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার অসৎ উদ্দেশ্য পোষণকারী সরকার ও রাষ্ট্রবিরোধী অপচক্রান্তের সম্ভাবনাময় জঘন্য ও হীন প য়াসকে যেকোনো মূল্যে এখনই ঠেকা দেওয়ার সাবধানজনক কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে চরম মূল্য দেওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয় বলে রাষ্ট্র ও সরকারের হিতাকাঙ্খী দেশপ্রেমী বোদ্ধা গবেষকদের ধারণা।তাই রাষ্ট্র ও জনগণের বৃহৎ স্বার্থে ভালোভাবে চতুর্দিক বিবেচনা সাপেক্ষে পেঁয়াজসহ অন্যান্য দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বমুখী বাজার দরকে কেবল নিয়ন্ত্রণই নয়, গণমানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নামিয়ে আনার ব্যবস্থাসহ যে কোনো বিরূপ পরিস্থিকে নিয়ন্ত্রণে এনে যথাযথ নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সরকারকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা ব্যতীত অন্য কোনো বিকল্প আছে বলে মনে হয়না।আমরা আশা করি যথেষ্ঠ পরীক্ষিত, ভীষণ প্রত্যুৎপন্নমতিত্ব সম্পন্ন দেশপ্রেমী ও মানবপ্রেমী মাননীয় প্রধানমন্ত্রী যথা শিগগিরই তার বিচক্ষণ ও দূরদর্শী স্বজ্ঞা ও প্রজ্ঞা দ্বারা জরুরি ভিত্তিতে এই কঠিন অবস্থাটা উৎরে যাবার ব্যাপারটা গভীরভাবে ভেবে দেখবেন বলে আমরা মনে করি।
আপনার মতামত লিখুন :