• ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

৯৯৯ নম্বরে খবর পেয়ে মিরপুরের ফ্ল্যাট থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৫, ০৩:৩৪ পিএম
৯৯৯ নম্বরে খবর পেয়ে মিরপুরের ফ্ল্যাট থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার
লাশ প্রতীকী ছবি

রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের একটি বাড়ির ফ্ল্যাট থেকে মাশরুর রহমান (৬৫) নামের এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’–এ ফোন পেয়ে গতকাল বৃহস্পতিবার রাতে পল্লবী থানার পুলিশ বাড়িটিতে যায়। পরে তারা বাড়ির ষষ্ঠ তলার ফ্ল্যাটের দরজা ভেঙে মাশরুরের লাশ উদ্ধার করে।

পুলিশ বলেছে, মাশরুরের শরীরে কোনো আঘাত বা জখমের চিহ্ন নেই।
 

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম আলোকিত নিউজকে  বলেন, মাশরুর মিরপুর–১১ নম্বর সেকশনের এ–ব্লকের ২ নম্বর লেনের ৯ নম্বর সড়কের বাড়িটির ষষ্ঠ তলায় একা ভাড়া থাকতেন। তাঁর সন্তানেরা অন্যত্র থাকেন। স্ত্রী আগেই মারা গেছেন। গতকাল সন্ধ্যার দিকে মাশরুরের ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা তাঁর ছেলেদের খবর দেন। মাশরুরের ছেলেরা জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’–এ ফোন দেন। ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে পল্লবী থানার পুলিশ ঘটনাস্থলে যায়। তারা ফায়ার সার্ভিসের কর্মীসহ স্থানীয় ব্যক্তিদের নিয়ে দরজা ভেঙে ফ্ল্যাটের ভেতরে ঢোকে। ভেতরে তাঁরা দেখতে পান, মাশরুরের অর্ধগলিত লাশ বিছানার ওপর পড়ে আছে।

পরিবারের বরাত দিয়ে ওসি নজরুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল ফিতরের দিন গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে মাশরুরের ফ্ল্যাটে গিয়ে তাঁর পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে দেখা করেন। এরপর আর তাঁর সঙ্গে তাঁদের যোগাযোগ হয়নি।

মাশরুরের সুরতহাল প্রতিবেদন তৈরি করে তাঁর লাশ গতকাল রাতে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় পল্লবী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

 


Side banner
Link copied!