• ঢাকা
  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

২ হাজার কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে দুদকে চিঠি


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৪, ০৮:২৫ পিএম
২ হাজার কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে দুদকে চিঠি

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ব্যাংক থেকে ঋণের নামে ২ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ করেছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) নতুন পরিচালনা পর্ষদ।

রোববার (৮ ডিসেম্বর) দুদকের একটি সূত্র জানিয়েছে, আইনি ব্যবস্থা গ্রহণে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে চিঠি পাঠিয়েছে ইউসিবিএল পরিচালনা পর্ষদ। বিষয়টি যাচাই-বাছাই করে আইন অনুযায়ী অনুসন্ধান করবে দুদক। অনুসন্ধানে প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সংস্থাটি।
বিগত আওয়ামী সরকারের আমলে মন্ত্রী হওয়ার আগে সাইফুজ্জামান জাবেদ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি ব্যাংক থেকে পদত্যাগ করে মন্ত্রী হিসেবে শপথ নেন। পরে তার স্ত্রী রুখমিলা জামান ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।


Side banner
Link copied!