• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

নাসিরনগর থানা পুলিশ কর্তৃক ১ জুয়ারী গ্রেফতার


FavIcon
নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৪, ০৩:৩০ পিএম
নাসিরনগর  থানা পুলিশ কর্তৃক ১ জুয়ারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম  এর নির্দেশক্রমে নাসিরনগর  থানার এসআই(নিঃ)মোঃ কুদ্দুস আলী সঙ্গীয় ফোর্সসহ ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে ০৫ নং নাসিরনগর সদর ইউনিয়নের  মনোহরপুর গ্রামের সরকারী খাল পাড়ে খোলা আকাশের নিচে জুয়ার বোর্ড বসিয়ে প্রকাশ্যে জুয়া খেলার সময় জুয়া খেলার সরঞ্জামসহ  স্বপন মিয়া (৩৩) নামে এক জুয়াড়িকে গ্রেফতার করেন।

ঘটনার বিবরনে জানা যায়,শনিবার (১৬ নভেম্বর) রাত ১২: ৩০ ঘটিকায় উপজেলার  মনোহরপুর গ্রামে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান ও মেলা চলাকালীন পাশের সরকারি খোলা মাঠের মধ্যে কতিপয় জুয়াড়ি  অবৈধ ভাবে টাকা দিয়ে জুয়ার আসর বসায়। নাসিরনগর থানার এস আই মো. কুদ্দুছ  ফোর্সসহ উক্ত স্থানে উপস্থিত হয়ে জুয়াড়িদের  দিকে আগাইয়া যাইতেই তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে সু কৌশলে পলায়ন করে।এসময় সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় স্বপন মিয়াকে  ধৃত করেন,সেই সাথে  ঘটনাস্থল হতে জুয়া খেলার সরঞ্জাম জব্দ করেন এবং 
জব্দকৃত আলামত নিজ হেফাজতে গ্রহণ করেন। 
আটককৃত স্বপন মিয়া হবিগঞ্জের লাখাই উপজেলার কামালপুর গ্রামের জামাল মিয়ার ছেলে।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেননএই সংক্রান্তে  থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
 


Side banner
Link copied!