• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

ভূয়া শিক্ষক মোখলেছুর রহমানের দুর্নীতি-জাল জালিয়াতির অভিযোগ


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৪, ০১:০৬ পিএম
ভূয়া শিক্ষক মোখলেছুর রহমানের দুর্নীতি-জাল জালিয়াতির অভিযোগ

অবৈধ নিয়োগ পত্র ও ভোটার আইডি কার্ড জাল-জালিয়াতি করে মাদ্রাসায় চাকুরী করে আসছেন, তার বিরুদ্ধে চাকরিচ্যুত ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গে। দুর্নীতি দমন কমিশন অধিদপ্তর, ঢাকা বাংলাদেশ। ভূয়া শিক্ষক মোখলেছুর রহমানের দুর্নীতি- জাল জালিয়াতির বিরুদ্বে দুদক ও মাদরাসা শিক্ষা বোর্ডে অভিযোগ। অভিযোগ করেন দুই সাংবাদিক আরএস টিভি মিডিয়া লি.এর চেয়ারম্যান মো: রনি সিকদার। আরএস টিভি মিডিয়া লি. এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম আজম। গত ০৮/০৭/২০২৪ইং রোজ রবিবার দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান ঢাকা এবং মাদরাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান ঢাকা এর বরাবর ভূয়া শিক্ষক মোখলেছুর রহমানের দুর্নীতি- জাল জালিয়াতির বিরুদ্বে দুদক ও মাদরাসা শিক্ষা বোর্ডে লিখিত অভিযোগ দিয়েছে।
অভিযোগ বলা হয় যে: মোখলেছুর রহমান হাওলাদার, পিতাঃ মৃত রাজন উদ্দিন হাওলাদার, সাং বিরংগল, পোস্টঃ শ্যামপুর, থানাঃ বাকেরগঞ্জ, জেলাঃ বরিশাল। তিনি একজন পেশায় শিক্ষক। তিনি বর্তমানে পশ্চিম শ্যামপুর বিএম আলিম দাখিল মাদ্রাসায় শিক্ষক পদে কর্মরত রয়েছেন। তার কিছু জাল-জালিয়াতি আমাদের চোখে ধরা পড়েছে তার বর্ণনাঃ ভোটার লিস্টঃ জেলাঃ বরিশাল, উপজেলাঃ বাকেরগঞ্জ, ইউনিয়নঃ রঙ্গশ্রী, ডাকঘরঃ শ্যামপুর, ভোটার এলাকার কোডঃ ০৮১৪, ভোটার এলাকার নামঃ বিরংগল। ১.ভোটার তালিকায় তার ভোটার সিরিয়িাল নংঃ ২৪৩, নামঃ মোখলেছুর রহমান, ভোটার নংঃ ০৬০৮১৪৫০০৮১২, পিতাঃ রাজন উদ্দিন হাওলাদার, মাতাঃ রহিম জান বিবি, পেশাঃ শিক্ষক, জন্ম তারিখঃ ১৫/০২/১৯৭২, ঠিকানাঃ ফকির বাড়ী, বিরংগল, বাকেরগঞ্জ, বরিশাল। ২.ভোটার তালিকায় মোখলেছুর রহমান এর বড় ছেলের ভোটার সিরিয়িাল নংঃ ৩২৮, নামঃ মোজাম্মেল হক, ভোটার নংঃ ০৬০৮১৪৫০১০১৭, পিতাঃ মোখলেছুর রহমান, মাতাঃ ফাতেমা বেগম, পেশাঃ বেসরকারী চাকুরী, জন্ম তারিখঃ ০১/০৩/১৯৭৮, ঠিকানাঃ ফকির বাড়ী, বিরংগল, বাকেরগঞ্জ, বরিশাল। ৩.ভোটার তালিকায় মোখলেছুর রহমান এর স্ত্রী ভোটার সিরিয়িাল নংঃ ২৬৫, নামঃ ফাতেমা বেগম, ভোটার নংঃ ০৬০৮১৪৫০০৮১৪, স্বামীঃ মোখলেছুর রহমান, মাতাঃ করিমজান বিবি, পেশাঃ গৃহিনী, জন্ম তারিখঃ ০৩/০৫/১৯৭৩, ঠিকানাঃ ফকির বাড়ী, বিরংগল, বাকেরগঞ্জ, বরিশাল। আমরা দেখতে পাইঃ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১৯৮৩ সনের দাখিল পরীক্ষার ফলাফলঃ কেন্দ্রঃ বরিশাল, মাদ্রাসাঃ পঃ শ্যামপুর বিরংগল মুহাম্মাদীয়া দাখেলী মাদ্রাাসা, ডাকঘরঃ শ্যামপুর, তার অফিস-সাহেবগঞ্জ, জিলাঃ বরিশাল। ১.রোল নংঃ ১৬৭৩৪, নামঃ মোখলেছুর রহমান হাওলাদার, পিতাঃ রাজন আলী হাওলাদার, রেজিঃ নংঃ ২৫০৪৭, সেশনঃ ৮১/৮২, জন্ম তারিখঃ ০৫/০২/১৯৭০, ঐচ্ছিক বিষয়ঃ উর্দূ, কুরআন শরীফের তরজমা ও তাজবীদ-৬৮, আরবী সাহিত্য গ্রন্থ-৬৬, আরবী ব্যাকরণ ও অনবাদ-অ:, ফিক্হ ও উ¯ুলে ফিক্হ-৪৬, সমাজ বিজ্ঞান-অ:, বাংলা সাহিত্য গদ্য, পদ্য, ব্যাকরণ ও রচনা-৬০, ইংরেজী গদ্য, পদ্য ও ব্যাকরণ-অ:, অংক-অ:, বিজ্ঞান-অনু:, উর্দূ-অ:।মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা, অত্র শীটের (১) টেবুলেটরঃ (পূর্ণ স্বাক্ষর) মোঃ মফিজুল ইসলাম সরকার, ক্রমিক নংঃ ১১/৩, তাং: ২১/০৮/১৯৮৩। (২) সহযোগী টেবুলেটরঃ (পূর্ণ স্বাক্ষর) এবি এম মঈনুল হক, ক্রমিক নংঃ ১১/২, তাং: ২০/০৮/১৯৮৩। (২) সহযোগী টেবুলেটরঃ (পূর্ণ স্বাক্ষর) মোঃ আহছান উল্লাহ, ক্রমিক নংঃ ১১/১, তাং: ২০/০৮/১৯৮৩। মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১৯৮৬ সনের দাখিল পরীক্ষার ফলাফলঃ কেন্দ্রঃ বরিশাল, মাদ্রাসাঃ পঃ শ্যামপুর বিরংগল মুহাম্মাদীয়া দাখেলী মাদ্রাাসা, ডাকঘরঃ শ্যামপুর, তার অফিস-সাহেবগঞ্জ, জিলাঃ বরিশাল। ১.রোল নংঃ ২৩১৮২, নামঃ মোখলেছুর রহমান হাওলাদার, পিতাঃ রাজন আলী হাওলাদার, রেজিঃ নংঃ ৯৩৫৮, সেশনঃ ৮৮/৮৫, জন্ম তারিখঃ ১৫/০২/১৯৭২, ফলাফলঃ পাশ। মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১৯৯৫ সনের দাখিল পরীক্ষার ফলাফলঃ কেন্দ্রঃ বরিশাল, মাদ্রাসাঃ পঃ শ্যামপুর বি, এম, সিনিয়র মাদ্রাাসা, পোঃ শ্যামপুর, তার অফিস-বাকেরগঞ্জ, থানাঃ বাকেরগঞ্জ, জিলাঃ বরিশাল। ১.রোল নংঃ ম৫৫৯৯১, মোখলেছুর রহমান হাওলাদার এর বড় মেয়ের নামঃ খাদিজা আক্তার, পিতাঃ মোখলেছুর রহমান, রেজিঃ নংঃ ৪২৮৭, সেশনঃ ১৯৯৩/৯৪, জন্ম তারিখঃ ০৫/০২/১৯৮০। ২.রোল নংঃ ম৫৫৯৯০, মোখলেছুর রহমান হাওলাদার এর ছোট মেয়ে নামঃ রহিমা আক্তার, পিতাঃ মোখলেছুর রহমান, রেজিঃ নংঃ ৪২৮৬, সেশনঃ ১৯৯৩/৯৪, জন্ম তারিখঃ ০৭/০২/১৯৮১। এগুলো পর্যালোচনা করে দেখা যায়, মোখলেছুর রহমানের জন্মের পর, ৭ বছর পরে বড় ছেলে মোজাম্মেল হক জন্ম গ্রহন করেন এবং ১০ বছর পরে তার বড় মেয়ে জন্ম গ্রহন করেন এবং ১১ বছর পর জন্ম গ্রহন করেন। মোখলেছুর রহমান হাওলাদার ১ম পরীক্ষায় (সেশনঃ ৮১/৮২) তার জন্ম তারিখ দেখানঃ ০৫/০২/১৯৭০ সন এবং ২য় পরীক্ষায় (সেশনঃ ৮৮/৮৫) তার জন্ম তারিখঃ ১৫/০২/১৯৭২। অথচ তার বড় ও ছোট মেয়ের জন্ম তারিখ যথাক্রমেঃ ০৫/০২/১৯৮০(সেশনঃ ১৯৯৩/৯৪) ও ০৭/০২/১৯৮১(সেশনঃ ১৯৯৩/৯৪)। এর ফলে দেখাযায় বাবা মোখলেছুর রহমান ১৯৮৫ সনে দাখিল পরীক্ষা দেন ও তার দই মেয়ে খাদিজ ও রহিমা ১৯৯৩ সনে দাখিল পরীক্ষা দেন। এতে বাবা ও মেয়ের পরীক্ষার ব্যবধান ৮ বছর যা সম্পূর্ণ অবৈধ। আরও দেখা যায় আব্দুল মোখলেছ রহমান হাওলাদার পিতাঃ মৃত রাজেন উদ্দিন হাওলাদার, সাং- বিরঙ্গল, জে.এল নং-০১, থানা- বাকেরগঞ্জ, জেলা- বরিশাল। সাব- কবলার দলিল মূলে মালিক। দলিল নং-৪৯৬৪, তারিখ-১৬/১০/১৯৫৭। তিনি জন্ম তারিখঃ চাকুরী নেওয়ার সময় দেখায়েছেন ১৫/০২/১৯৭২ সনে মুলত কথা হলে ১৯৫৭ সনে দলিল মূলে মালিক তখন তার বয়স হলে ১৭ বছর তিনি চাকুরীতে দাখিল পরিক্ষা সময় দেখিয়েছে ১৪ বসর দলিল মূলে দেখা যায়। আব্দুল মোখলেছ রহমান হাওলাদার ১৯৮৬ সনে দাখিল পরিক্ষা সময় তার বয়স ৪৮ বছর। ৪৮ বছর তিনি কেমনে চাকুরী নেয় সরকারী সব কাগজ পত্র জাল- জালিয়াতি বানিয়ে সরকারী চাকুরী নিয়েছে আব্দুল মোখলেছ রহমান। এতে দেখা যায় অবৈধভাবে জাল সার্টিফিকেট দিয়ে দীর্ঘদিন ধরে এমপিও ভুক্ত মাদ্রাসায় সরকারী ও বেসরকারী সকল প্রকার সুযোগ সুবিধা ও বেতন ভাতা নিয়ে দীর্ঘদিন প্রতারণা করে আসছেন। তাই এই প্রতারক শিক্ষক মোখলেছুর রহমানের বিরুদ্ধে প্রতারণার জন্য চাকুরী থেকে চাকরিচ্যুত এবং সরকারী যত টাকা নিয়েছে তা পূর্ণউদ্ধার করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরত করেছেন এই দুই সাংবাদিক। অপরদিকে: স্থানীয় সূত্রে জানা যায়, মোখলেসুর রহমান একজন ভূয়া শিক্ষক এবং এলাকায় জাল-জালিয়াতির মাধ্যমে অপরের জমি আত্মসাৎ করা তার নেশা ও পেশা। মোখলেসের বিরুদ্ধে একাধিক জাল মামলা চলমান রয়েছে। যাহার মামলা নং- ১৮/৮৫/ ২০০৫-৬ বাকেরগঞ্জ থানা। এবং বেশ কিছুদিন আগেও বরিশাল কোর্ট একটি সি আর মামলা দাখিল করা হয়েছে সে মামলা চলমান রয়েছে এভাবে প্রতারণার মাধ্যমে জাল দলিল পত্র ঘরে বসে বানিয়ে অন্যের সম্পদ দখল করে নিয়েছেন। স্থানীয়রা আরো জানান গ্রামে এক বৃদ্ধ আজিজ মুন্সী নামে তাকে মেরে ফেলে তার সম্পত্তির জোর করে দখল করে নিয়েছেন। এবং তার মেয়েদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন এবাবে একাধিক অভিযোগ থাকলেও। ভুয়া সার্টিফিকেট দিয়ে মাদ্রাসায় শিক্ষকতা করে সরকারের টাকা আত্মসাৎ করেছেন এই ভুয়া শিক্ষক মোখলেছুর রহমান রহমান। এই জালিয়াতির বিরুদ্ধে কঠোরতা শাস্তি চেয়েছেন এলাকাবাসী প্রশাসনের নিকট। আরএস টিভি মিডিয়া লি.এর চেয়ারম্যান মো: রনি সিকদার- ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম আজম। সাংবাদিকদের জানিয়েছে এর পর ভূয়া শিক্ষক মোখলেছুর রহমানের দুর্নীতি- জাল জালিয়াতির বিরুদ্বে হাইকোর্টের জনস্বার্থে মামলা করবে বলে জানিয়েছে তারা।
             


Side banner
Link copied!