• ঢাকা
  • শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ৩ কার্তিক ১৪৩১

টেকনাফে অস্ত্রসহ অপহরণ চক্রের প্রধান গ্রেপ্তার


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মে ২০, ২০২৪, ০১:০৮ পিএম
টেকনাফে অস্ত্রসহ অপহরণ চক্রের প্রধান গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে পুলিশ অভিযান চালিয়ে একাধিক মামলার আসামিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে । মোরশেদ আলমকে (৩২) নামে এ আসামি পাহাড়ে অপহরণ চক্রের প্রধান বলে জানা গেছে।
রোববার (১৯ মে) রাতে টেকনাফের শীলখালী থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।এ সময় তার দেওয়া তথ্যে দুটি দেশীয় তৈরি অস্ত্র ও তাজা কার্তুজ জব্দ করা হয়েছে।

মোরশেদ আলম ওই এলাকার মৃত নুরুল কবিরের ছেলে। তিনি মোরশেদ বাহিনীর প্রধান হিসেবেই পরিচিত।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ সামিউদ্দিন।তিনি বলেন, বেশকিছু দিন ধরে টেকনাফ-উখিয়ার পাহাড়ি এলাকায় ডাকাতদল বেপরোয়া হয়ে উঠছিল। তাদের উৎপাত ঠেকাতে অভিযান চালিয়ে মোরশেদ বাহিনীর প্রধান মোরশেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় শীলখালী পাহাড়ের পাদদেশে লুকানো দুটি দেশীয় তৈরি অস্ত্র ও এক রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়।

তিনি আরও বলেন, বনের কাছে বাড়ি হওয়ায় মোরশেদ গড়ে তুলেছে এক বিশাল অপহরণ সিন্ডিকেট। ইতোমধ্যে তার নেতৃত্বে ১০ কৃষক ও ডাক্তার জহিরকে অপহরণ করে তুমুল আলোচনার সৃষ্টি হয় এলাকায়। আজকের অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে পৃথক মামলা হচ্ছে। তার সহযোগীদেরও গ্রেপ্তার কাজ করছে পুলিশ।


Side banner
Link copied!