• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১

ঢাকা কেন্দ্রীয় কারাগারে দুই বন্দির মৃত্যু


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ১, ২০২৪, ০৩:০৫ পিএম
ঢাকা কেন্দ্রীয় কারাগারে দুই বন্দির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে দুই বন্দির মৃত্যু হয়েছে। তারা হলেন রহিম বিশ্বাস ও হাসমত আলী।সোমবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে রহিম বিশ্বাস ও বেলা সাড়ে ১২টার দিকে হাসমত আলীকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।হাসমতের বাড়ি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দড়িকানিনগর গ্রামে। তার বাবার নাম কিরাম উদ্দিন। ডাকাতি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল তার। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) সুভাষ কুমার ঘোষ জানান, অসুস্থ হওয়ায় গত বছরের ৮ অক্টোবর হাসমতকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সকালে কারাগারে অসুস্থ হওয়ার পর ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে রহিম বিশ্বাসের মৃত্যুর তথ্য দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া। তিনি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে রহিম বিশ্বাসকে হাসপাতালে আনেন কারারক্ষীরা। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকেও মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।


Side banner
Link copied!