
জামালপুরের বকশীগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার (৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাসেন আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, দুপুরে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সিদ্দিকুর রহমান ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনোয়ার হোসেন সমর্থকদের মাঝে সংঘর্ষ দাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় এক পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছোড়েন।এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আতাউর রহমান জানান, এ ঘটনার পর থেকে কেন্দ্রটিতে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে।
আপনার মতামত লিখুন :