• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

স্ত্রীকে ৫ টুকরা করে হত্যার আসামি ১০ ঘন্টার মধ্যে গ্রেতার


FavIcon
মোঃ রাজিব জোয়ার্দ্দার, পাবনা জেলা প্রতিনিধিঃ
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২১, ১১:১২ পিএম
স্ত্রীকে ৫ টুকরা করে হত্যার আসামি ১০ ঘন্টার মধ্যে গ্রেতার
স্ত্রীকে ৫ টুকরা করে হত্যার আসামি ১০ ঘন্টার মধ্যে গ্রেতার

স্ত্রীকে ৫ টুকরা করে হত্যার আসামি তেজেল মোল্লাকে মাত্র ১০ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে পাবনা সিআইডি’র একটি আভিযানিক টিম।

মঙ্গলবার (১৬ নভেম্বর) ভোর ৪ টার দিকে সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ফলিয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।নিহত গৃহবধূর নাম হামিদা খাতুন (৩২)। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

সিআইডি জানায়, স্ত্রীকে ৫ টুকরা করে হত্যার ঘটনায় পাবনার একটি সিআইডি টিম ঘটনার ছায়াতদন্ত করে। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ঘটনার ১০ ঘন্টার মধ্যে অভিযুক্ত তেজেল মোল্লাকে নাটোর থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার দেওয়া তথ্য ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যাকান্ডে ব্যবহৃত গরু জবাই করা ছুড়ি উদ্ধার করা হয়েছে।
নিহতের ভাই হামিদুল ইসলামের দাবী, তেজেম মোল্লা পরকীয়ায় জড়িয়ে পড়েন। তার প্রতিবাদ করেন তার স্ত্রী। এ নিয়ে তার তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো। তেজেম মোল্লা তার স্ত্রী হামিদা খাতুন কে প্রায়ই মারধর করতেন। এরই জেরে মঙ্গলবার ভোররাতে হামিদা খাতুন কে কুপিয়ে হত্যা করে তার স্বামী। হত্যার পর তার এক হাত ও দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন করে। পরে  ফোন দিয়ে সে আমার বোনকে হত্যার  বিষয়টি জানিয়ে পালিয়ে যায়। আমরা বাড়িতে গিয়ে ঘটনা জানতে পারি এবং পুলিশকে খবর দেই।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!