“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যে নওগাঁর মান্দায় ৫০তম সমবায় দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক এমপি।
এসময় উপজেলা বণিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি এবং গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল ও কলেজের প্রভাষক আক্তারুজ্জামান আল মুনসুর এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মান্দা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা,উপজেলা সমবায় কর্মকর্তা আখতার হোসেন, সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ,তারা সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড, সতিহাট, মান্দা, নওগাঁ’র সভাপতি আর.এম.পি.এস উৎপল চন্দ্র মন্ডল প্রমূখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এনায়েত হোসেন, উপজেলা সমবায় পরিদর্শক জিল্লুর রহমান, নওগাঁ মাল্টি পারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর এসপিও বেলাল হোসেন,জোতবাজার বণিক সমিতির সভাপতি ফজলুল বারী শাফী, ভোরের আলো কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর সভাপতি আজিজার রহমান এবং মাওলানা সাদেকুল ইসলামসহ বিভিন্ন এলাকা থেকে আগত সমবায়ীবৃন্দ।
পরে সঞ্চয় ও ঋণদান ক্যাটাগরিতে তারা সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড
মান্দা উপজেলার মধ্যে শ্রেষ্ঠ সমবায় সমিতি মনোনীত হওয়ায় সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :