• ঢাকা
  • বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

গাঁজা চাষ করার অপরাধে ইউপি সদস্য গ্রেফতার


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২১, ১১:৩৭ পিএম
গাঁজা চাষ করার অপরাধে ইউপি সদস্য গ্রেফতার
গাঁজা চাষ করার অপরাধে ইউপি সদস্য গ্রেফতার

গাইবান্ধার সাঘাটায় বাড়িতে গাঁজা চাষ করার অপরাধে আব্দুস সাত্তার ওরফে বাটু মেম্বারসহ (৬৪) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সাথালিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে ও সাঘাটা ইউনিয়ন পরিষদের সদস্য।সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। পরে বাড়িতে গাঁজার গাছসহ আব্দুস সাত্তার ওরফে বাটু মেম্বারকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক মামলা করা হয়েছে।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!