• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

পদ্মায় পানি বৃদ্ধি, দৌলতপুরের ১৭ গ্রাম প্লাবিত


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২১, ০৪:২২ পিএম
পদ্মায় পানি বৃদ্ধি, দৌলতপুরের ১৭ গ্রাম প্লাবিত
ছবি: সংগৃহীত

পদ্মা নদীতে পানি বৃদ্ধির ফলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চরাঞ্চলে পানি ঢুকে গেছে। এ বছরও সেখানকার রামকৃষ্ণপুর ইউনিয়নের ১৭ গ্রাম প্লাবিত হয়েছে। এ কারণে গ্রামের মানুষ পানি বন্দি হয়ে পড়েছে।মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে রামকৃষ্ণপুর ইউনিয়ন ছাড়াও পাশের চিলমারী ইউনিয়নের বেশ কিছু বাড়িতে পানি ঢুকেছে বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার হার্ডিঞ্জ সেতু পয়েন্টে মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ৬টায় পদ্মা নদীর পানি বিপদসীমার ৪৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। গড়ে প্রতিদিন প্রায় পদ্মায় ১০ সেন্টিমিটার করে পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী কয়েক দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে ধারনা করছেন তারা।রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ মণ্ডল জানান, সেখানকার অন্তত ৬০ ভাগ বসতবাড়ি পানিতে তলিয়ে গেছে। এতে এসব গ্রামের বিপুল-সংখ্যক মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। তাদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
চিলমারী ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আহমেদ জানান, তার ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম বন্যা কবলিত হয়েছে।
এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার বলেন , মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে রামকৃষ্ণপুর ইউনিয়নে বন্যার পানি ঢোকার খবর পেয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ একটি টিম উপদ্রুত এলাকায় পাঠানো হয়েছে।


Side banner
Link copied!