
রংপুরে আরাফাত হোসেন তন্ময় (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ জুন) সকালে নগরীর আমাশু কুকরুল মধ্যপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তন্ময় একই এলাকার আব্দুল আউয়ালের ছেলে ও তাজহাট কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউটের একজন শিক্ষার্থী।
পুলিশ জানায়, সকালে বাড়ির পাশের একটি জাম্বুরা গাছে ঝুলন্ত অবস্থায় আরাফাতের মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, ‘খবর পেয়ে আরাফাত নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।
আপনার মতামত লিখুন :