• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

মেঘনায় ফেরিতে অগ্নিকাণ্ড, ৬ ট্রাক পুড়ে ছাই


FavIcon
ভোলা প্রতিনিধিঃ
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২১, ১২:৫৫ পিএম
মেঘনায় ফেরিতে অগ্নিকাণ্ড, ৬ ট্রাক পুড়ে ছাই
মেঘনায় ফেরিতে অগ্নিকাণ্ড, ৬ ট্রাক পুড়ে ছাই

ভোলা-লক্ষ্মীপুর নৌরুটে ‘কলমীলতা’ নামে একটি ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে ছয়টি পণ্যবাহী ট্রাক। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে মধ্য মেঘনায় ফেরিতে থাকা একটি ট্রাকের ভেতর থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানায় ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তারা।খবর পেয়ে ভোলা থেকে ফেরি ‘কিষাণিতে’ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।জানা যায়, বুধবার দিবাগত রাত ৩টায় লক্ষ্মীপুর থেকে ভোলাগামী ফেরি ‘কলমিলতা’ ছেড়ে আসে। ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ ওই ফেরিতে আগুন লাগে। এতে ছয়টি ট্রাক পুড়ে যায়। এসময় ওই ফেরিতে ১১টি ট্রাক ছিল।ফেরির স্টাফ আলম সিকদার জানান, ফেরিটি লক্ষ্মীপুর মজুচৌধুরী ঘাট থেকে বুধবার দিবাগত রাত ৩টায় ছাড়ে। এটি মতিরহাট এলাকায় পৌঁছার কিছুক্ষণ পরই আগুন লাগে।তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে ফেরিতে থাকা ট্রাকের স্টাফদের মশার কয়েল অথবা সিগারেটের আগুন থেকে এমন ঘটনা ঘটেছে।ফেরিঘাট কর্মকর্তা এমরান হোসেনকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

 

 


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!