• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

ইকোপার্কে বেড়াতে গিয়ে এক নারী গণধর্ষণের শিকার


FavIcon
বরগুনা প্রতিনিধিঃ
প্রকাশিত: এপ্রিল ১, ২০২১, ০৯:৪১ পিএম
ইকোপার্কে বেড়াতে গিয়ে এক নারী গণধর্ষণের শিকার
ইকোপার্কে বেড়াতে গিয়ে এক নারী গণধর্ষণের শিকার

বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা টেংরাগিরি ইকোপার্কে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক নারী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে আহত অবস্থায় তালতলী উপজেলা হাসপাতালে ভর্তি করে।বুধবার (৩১ মার্চ) বিকেল চারটার দিকে টেংরাগিরি ইকোপার্কের সংরক্ষিত বনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চার জনকে অভিযুক্ত করে তালতলী থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী।মামলায় অভিযুক্তরা হলেন, সোহাগ (২৫), হাসান (২৮), মিজানুর (২৪) ও জাহিদুল (২৭)। তবে আসামিদের পূর্ণাঙ্গ পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ।মামলা সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে সোনাকাটা টেংরাগিরি ইকোপার্কে ভগ্নিপতির সঙ্গে ঘুরতে আসেন ওই নারী। তারা ভাড়ায় চালিত একটি মোটরসাইকেল নিয়ে পার্কের ভেতরে প্রবেশ করেন। পরে মোটরসাইকেল চালককে সঙ্গে নিয়ে তারা হরিণ বেষ্টনীর কাছে যান। এরপর ওই নারীকে রেখে তার ভগ্নিপতি দোকানে পানি কিনতে গেলে চার বখাটে ওই মোটরসাইকেল চালককে গাছের সঙ্গে বেঁধে ওই নারীকে বনের ভেতর নিয়ে পাশবিক নির্যাতন করে। পরে স্থানীয়রা খবর পেয়ে ওই নারীকে উদ্ধার করেন।এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, সাক্ষীদের সহযোগিতায় আসামিদের নাম জানা গেলেও তাদের পরিচয় এখনো জানা যায়নি। তাই আসামিদের গ্রেফতারের চেষ্টার পাশাপাশি পরিচয়ও খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

 


Side banner
Link copied!