• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রাহায়ণ ১৪৩১

নওগাঁয় বিএনপি’র মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত অর্ধশত


FavIcon
নওগাঁ প্রতিনিধিঃ
প্রকাশিত: মার্চ ৩১, ২০২১, ০২:১৭ পিএম
নওগাঁয় বিএনপি’র মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত অর্ধশত
নওগাঁয় বিএনপি’র মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত অর্ধশত


কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁয় বিএনপি’র বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে পুলিশের লাঠিচার্জ, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনায় ৭ পুলিশ ও জেলা বিএনপি’র আহ্বায়ক হাফিজার রহমান মাস্টারসহ অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন। পুলিশের গুলিতে কয়েকজন হেফাজত কর্মী নিহত ও বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে বিএনপি’র বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও জেলা বিএনপি’র আহ্বায়ক হাফিজুর রহমান মাস্টার জানান, শহরের কেডির মোড় জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে থেকে বিএনপি’র নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বিনা উস্কানিতে এতে বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডার একপর্যায়ে ধস্তাধস্তির পর উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ এ সময় লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে। বিক্ষোভকারীরাও এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে। এ ঘটনায় জেলা বিএনপি’র আহ্বায়ক হাফিজার রহমান মাস্টার সহ ৫০ জন বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে ১০ বিএনপি নেতাকর্মীকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৩ জনকে নওগাঁ সদর হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এতে আহত হয়েছেন ৭ জন পুলিশ সদস্যও। ঘটনার সময় ক্রাফট ওয়ার্ল্ড নামে একটি ফার্নিচারের শোরুম ও কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। এ বিষয়ে নওগাঁ অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল আক্তার বলেন, বিনা উস্কানিতে মিছিলকারীরা পুলিশের ওপর হামলা চালায় এবং ইটপাটকেল নিক্ষেপ ও দোকানপাট এবং যানবাহনে ভাঙচুর চালায়। জনগণের জানমাল রক্ষায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পুলিশ বাধ্য হয়ে কিছু পদক্ষেপ গ্রহণ করে।

 


Side banner
Link copied!