• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

কুষ্টিয়ায় ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ


FavIcon
কুষ্টিয়া প্রতিনিধিঃ
প্রকাশিত: মার্চ ২৪, ২০২১, ০৮:৩০ পিএম
কুষ্টিয়ায় ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ
কুষ্টিয়ায় ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ

কুষ্টিয়ার পোড়াদহে যাত্রীবাহী এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে খুলনা-ঢাকা, খুলনা-রাজশাহী ও গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। তবে এতে হতাহাতের কোন ঘটনা ঘটেনি।বুধবার সন্ধ্যা ৬ টার দিকে গোপালগঞ্জের গোবরা যাওয়ার পথে পোড়াদহ জংশনের অদূরে ট্রেনের পিছনের একটি বগি লাইনচ্যুত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ শুরু হয়নি। দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে দুর্ঘটনার কারন অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।রেলওয়ে সূত্র জানায়, রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জের গোবরাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি পোড়াদহ জংশনে পৌঁছার পর গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে পোড়াদহ স্টেশনের সন্নিকটে ৩শ’ গজ দুরে ট্রেনের পিছনের একটি বগি লাইনচ্যুত হয়। এ দুর্ঘটনার পর খুলনার সাথে ঢাকা ও রাজশাহীসহ গোপালগঞ্জে রুটে ট্রেন চলাচল সম্পূর্ন বন্ধ হয়ে গেছে। এই দুর্ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।দুর্ঘটনার কারণ অনুসন্ধান পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন ও বানিজ্যিক কর্মকর্তা আনোয়ার হোসেনকে প্রধান করে গঠিত তদন্ত কমিটিকে ক্ষয়-ক্ষতি নিরুপনসহ দুর্ঘটনার কারণ উদঘাটন করে যথাশীঘ্র সম্ভব প্রতিবেদন দাখিল করতে নির্দেশনা দেয়া হয়।রেলওয়ের পাকশী বিভাগীয় প্রকৌশলী বিরবল মন্ডল সত্যতা স্বীকার করে জানান, লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার ও ক্ষতিগ্রস্থ লাইন মেরামত করতে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। যথাশীঘ্র সম্ভব ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

 

 


Side banner
Link copied!