• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

মহেশপুর সীমান্তে ভারতীয় নাগরিকসহ গ্রেফতার ২০


FavIcon
ঝিনাইদহ প্রতিনিধিঃ
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২১, ০৭:৩৩ পিএম
মহেশপুর সীমান্তে ভারতীয় নাগরিকসহ গ্রেফতার ২০
মহেশপুর সীমান্তে ভারতীয় নাগরিকসহ গ্রেফতার ২০


ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় এক ভারতীয় নাগরিকসহ ২০ জনকে গ্রেফতার করেছে বিজিবি। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) ভোর রাত ও বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে তাদের গ্রেফতার করা হয়েছে।বিজিবি’র খালিশপুর- ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার একাশিপাড়া থেকে ভারতীয় নাগরিক সুরমাকে (৭০) গ্রেফতার করা হয়। তিনি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার সুরুলিয়া গ্রামের বাসুদেব বিশ্বাসের স্ত্রী।একইদিনে একাশিপাড়া থেকে অবৈধভাবে ভারত যাওয়ার সময় ১৫ জনকে গ্রেফতার করে বিজিবি। এছাড়া শুক্রবার ভোর রাতে পলিয়ানপুর বিওপি’র আওতাধীন মাতলার আইট গ্রামের মাঠ থেকে আরও ৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বাড়ি খুলনা, যশোর, সাতক্ষীরা, বরিশাল ও ব্রাহ্মণবাড়িয়া জেলায়।প্রেস বিজ্ঞপ্তিতে নজরুল ইসলাম খান আরও জানান, বিজিবি’র পক্ষ থেকে বাংলাদেশ পাসপোর্ট আইনে মামলা দিয়ে গ্রেফতারকৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

 


Side banner
Link copied!