
ফেনীর দাগনভূঞায় এক নারীকে ধর্ষণের অভিযোগে তার চাচাতো দেবরকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার রাতে উপজেলার দক্ষিণ আলীপুরে বাড়ি থেকে গ্রেপ্তার অভিযুক্তের নাম জাহাঙ্গীর আলম (৩৯)।পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ১৪ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে ওই নারীর ঘরে কেউ না থাকার সুযোগে চাচাতো দেবর জাহাঙ্গীর আলম সেখানে ঢুকে তাকে ধর্ষণ করে। এ সময় ভাবীর চিৎকারে বাড়ি অন্যান্য লোকজন এগিয়ে এসে জাহাঙ্গীরকে আটক করলেও সে সুকৌশলে পালিয়ে যায়।এ ঘটনার পরদিন জাহাঙ্গীরকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন নির্যাতনের শিকার নারী।তিনি বলেন, দেড় বছর আগে প্রবাসে আমার স্বামী মৃত্যুবরণ করেন। তার পর থেকে প্রায়ই বিদেশ থেকে আমাকে মোবাইল ফোনে বিয়ের প্রলোভন দেখিয়ে আসছে জাহাঙ্গীর। দুই মাস আগে সে দেশে এসে বিয়ের প্রস্তাব দেয় এবং বিভিন্ন সময় আমাকে বিয়ের আশ্বাস দিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর করে ধর্ষণ করে।দাগনভূঞা থানার ওসি ইমতিয়াজ আহমেদ মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে আদালতে এবং নির্যাতনের শিকার নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আলোকিত নিউজ লিঃ (Incorporation no: 152855/2019) | কপিরাইট © ২০২২ আলোকিত নিউজ লিমিটেড এর সকল স্বত্ব সংরক্ষিত।
Design & Developed by Bongosoft Ltd.
আপনার মতামত লিখুন :