• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার দুই অডিট অফিসার


FavIcon
অনলাইন ডেস্ক :
প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২০, ১২:৫২ পিএম
ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার দুই অডিট অফিসার

ঘুষের ৪ লাখ ১৬ হাজার টাকাসহ অডিট অধিদপ্তরের দুই কর্মকর্তাকে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার বিকালে পিরোজপুর এলজিইডি ভবনের তৃতীয় তলা থেকে তাদের আটক করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- শিক্ষা, সংস্কৃতি ও ধর্মবিষয়ক অডিট অধিদপ্তরের এসএএস সুপারিনটেনডেন্ট মো. জহির রায়হান এবং অডিট এন্ড একাউন্টস অফিসার মো. শামীম হোসেন।দুদকের বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক দেবব্রত মণ্ডলের নেতৃত্বাধীন ৮ সদস্যের একটি দল তাদের আটক করে। পরে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে সন্ধ্যায় পিরোজপুর সদর থানায় সোপর্দ করা হয়।দেবব্রত মণ্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুদক এলজিইডি ভবনের তৃতীয় তলায় অভিযান চালিয়ে ওই দুই কর্মকর্তাকে চার লাখ ১৬ হাজার টাকাসহ আটক করে। তারা পিরোজপুরের জেলা ও উপজেলা শিক্ষা অফিসের অডিটের কাজ করার জন্য ওই ভবনে অবস্থান করছিলেন।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জেসের আলী জানান, অডিট অধিদপ্তর থেকে পিরোজপুরের প্রাথমিক শিক্ষা অফিসগুলো অডিট করার জন্য কিছুদিন আগে তারা একটি চিঠি পেয়েছেন। এর পরিপ্রেক্ষিতে ওই দুই কর্মকর্তা পিরোজপুরের প্রাথমিক শিক্ষা অফিসগুলো অডিট করতে এসেছিলেন। তারা সাত উপজেলার মধ্যে ইতিমধ্যে তিন উপজেলায় অডিট কাজ শেষ করেছেন।
 


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!