তেলবাহী ট্রেনের লোকো ইঞ্জিনের অভ্যন্তরে বিশেষ কায়দায় বহন করার সময় ৪ শ ৯৪ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ ট্রেনের চালক ও সহকারী চালককে আটক করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।র্যাব সূত্র জানায়, আটক ট্রেনের চালক হচ্ছেন শাহিনুর আলম (৩৮) ও সহকারী চালক হায়দারুল ইসলাম (৩৬)। বিরামপুর হতে খুলনাগামী পিকে-৬ ডি এন লোকোমোটিভ তেলবাহী ট্রেনের মধ্যে বিশেষ কায়দায় ফেন্সিডিল বহন করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট রেলষ্টেশনে অভিযান চালায় র্যাব সদস্যরা।এ সময় ট্রেনের লোকো ইঞ্জিনের অভ্যন্তরে বিশেষ কায়দায় বহন করা ৪ শ ৯৪ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ ট্রেনের চালক ও সহকারী চালককে আটক করা হয় বলে জানান, র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ। দীর্ঘদিন ধরে ট্রেনের লোকো ইঞ্জিনের অভ্যন্তরের প্যানেলের ভিতর বিশেষভাবে রক্ষিত অবস্থায় নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে পরিবহন করে বৃহত্তর আর্থিক সুবিধার বিনিময়ে হিলি এবং পাঁচবিবির মাদক সিন্ডিকেটদের সাথে অবিচ্ছিন্ন যোগাযোগ স্থাপন করে মাদকসেবী ও মাদক কারবারিদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে আটক আসামীরা।তাদের বিরুদ্ধে সান্তাহার রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের সহ হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।
আপনার মতামত লিখুন :