• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় শিশুসহ আটক ১১


FavIcon
ঝিনাইদহ প্রতিনিধিঃ
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২০, ০৭:১৯ পিএম
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় শিশুসহ আটক ১১

ঝিনাইদহের মহেশপুরের শ্যামকুড় ও জলুলী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গমনকালে শিশুসহ ১১ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। বুধবার ভোরে তাদের আটক করা হয়।বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বিজিবির অধিনস্ত শ্যামকুড় বিওপির টহল দল অভিযান চালিয়ে উপজেলার সেজিয়া ইটভাটার নিকট থেকে বাগেরহাট জেলার শরনখোলা থানার রায়েন্দা গ্রামের মান্নান মৃধার ছেলে ইলিয়াস মৃধা(২২), ইলিয়াস মৃধার স্ত্রী হাফিজা বেগম(১৯) ও তার শিশু কন্যা আরাবিয়া, আব্দুল মালেক মৃধার ছেলে শফিকুল মৃধা(২৭), খুলনা জেলার হরিনটানা থানার রায়ের মহল গ্রামের জাহিদ শিকদারের মেয়ে শ্রাবনী শিকদার(১৮) ও ছেলে বাবু শিকদার(১৯),জামাল শিকদারের মেয়ে রুমি বেগম(২৫) ও রুমির শিশু পুত্র সোহান(৪)। এছাড়া জলুলী বিওপির টহল দল অবৈধভাবে ভারতে যাওয়ার পথে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার দুইজন নারী ও একজন পুরুষকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা হয়েছে।মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


Side banner
Link copied!