মাগুরার চাঞ্চল্যকর মাসুদ হত্যার প্রধান আসামি কাজল মিয়াকে ২৪ ঘণ্টার মধ্যে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে মাগুরা সদর থানা মিলনায়তনে জরুরি সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, মাসুদ হত্যার মূল আসামি কাজলকে রোববার দিবাগত রাতে ঝিনাইদহ জেলা থেকে গ্রেফতারের পর তার স্বীকারোক্তি মতে হত্যায় ব্যবহৃত দেশীয় অস্ত্র ছেনদা উদ্ধার করা হয়েছে। এক বছর আগের বিরোধের জের ধরে তিনি ওই হত্যার ঘটনা ঘটিছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।উল্লেখ্য, রোববার সকাল ১০টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে মাগুরা সদর উপজেলার সাচানী রাউতাড়া গ্রামের মাসুদ হোসেনকে (৩০) কুপিয়ে হত্যা করে একই গ্রামের কাজল মিয়া (৩২) ও তার সঙ্গীরা।
আপনার মতামত লিখুন :