• ঢাকা
  • রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩১

সাতক্ষীরায় স্বামী-স্ত্রীসহ দুই সন্তানকে গলাকেট হত্যা


FavIcon
সাতক্ষীরা প্রতিনিধিঃ
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২০, ০৩:৫৯ পিএম
সাতক্ষীরায় স্বামী-স্ত্রীসহ দুই সন্তানকে গলাকেট হত্যা

সাতক্ষীরার কলারোয়ায় স্বামী-স্ত্রীসহ তাদের দুই সন্তানকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে খবর পেয়ে উপজেলার খলিশা গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত বা আজ বৃহস্পতিবার ভোরের কোনো এক সময় এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।নিহতরা হলেন, উপজেলার হেলাতলা গ্রামের শাহজাহানের ছেলে শাহিনূর(৪০), শাহিনূরের স্ত্রী সাবিনা খাতুন(৩০) এবং তাদের দুই সন্তান পুত্র সিয়াম (১০) ও কন্যা তাসলিম(৮)। এই দম্পতির চার মাস বয়সী একটি কন্যা সন্তান থাকলেও সে পুরোপুরি অক্ষত ও সুস্থ রয়েছে, তাকে খুনিরা আঘাত করেনি বলে জানা গেছে।নিহতদের পরিবারের পক্ষ থেকে জমি জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘবদ্ধভাবে এ লোমহর্ষক হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে দাবী করা হয়েছে।কলারোয়া থানার ওসি হারান পাল ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কারা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো ধারণা দিতে পারেনি পুলিশ।নিহত শাহিনুর রহমানের ছোট ভাই রায়হানুল ইসলাম বলেন, বাড়িতে মা ও বড় ভাইয়ের পরিবারের চারজনসহ তারা ছয়জন থাকতেন। মা কাল আত্মীয়ের বাড়িতে ছিলেন। আমি ছিলাম পাশের ঘরে। ভোরে পাশের ঘর থেকে বাচ্চাদের গোঙানির শব্দ শুনতে পাই। তাৎক্ষণিক এগিয়ে গিয়ে দেখি ঘরের দরজা বাইরে থেকে আটকানো। দরজা খুলে বীভৎস দৃশ্য দেখতে পাই। এর কিছুক্ষণ পর বাচ্চারা মারা যায়।কলারোয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মফিজুল জানান, নিজেদের ঘরের মধ্যে শাহিনুর রহমানসহ চারজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। এদের মধ্যে শাহিনুরের পা বাধা ছিল। তাদের চিলে কোঠার দরজা খোলা ছিল।সাতক্ষীরার পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান এই নারকীয় হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছিলেন।
 

 


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!