• ঢাকা
  • রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩১

শ্যামনগরে বিয়ের প্রলোভনে স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক আটক


FavIcon
সাতক্ষীরা প্রতিনিধিঃ
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২০, ১১:০৬ পিএম
শ্যামনগরে বিয়ের প্রলোভনে স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক আটক

সাতক্ষীরার শ্যামনগরে বিয়ের প্রলোভন দেখিয়ে দশম শ্রেণির এক ছাত্রী ধর্ষণ করেছে মিজানুর রহমান (২৩) নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে গত রোববার রাত সাড়ে ১১টার দিকে শ্যামনগর উপজেলা সদরে ইসমাইলপুর গ্রামে মোল্যা টাইলস নামীয় ব্যবসা প্রতিষ্ঠানে। সে বুড়িগোয়ালীনি ইউনিয়নের পূর্ব দূর্গাবাটি গ্রামের জামায়াতের আমির ও সাবেক ইউপি চেয়ারম্যান হাজি নজরুল ইসলামের ছেলে। পুলিশ ধর্ষক মিজানুর রহমান মিজানকে গ্রেফতার করেছে।মামলা সূত্রে মতে, দেবহাটা উপজেলার পাঁচপোতা গ্রামের হাফিজুর রহমানের মেয়ে ও দেবহাটা সম্মেলনী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পূর্ব দূর্গাবাটি গ্রামে নানা বাড়িতে বেড়াতে যাওয়া আসার সুবাদে মিজানের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে মিজানুর। গত রোববার রাত ১১ টার দিকে বিয়ের কথা বলে মিজান তাকে ডেকে নিয়ে ইসমাইলপুর গ্রামে মোল্যা টাইলস নামীয় ব্যবসা প্রতিষ্ঠানে বিশ্রাম রুমে রাতভর ধর্ষণ করে।পরে সোমবার সকালে মেয়ে বিয়ের জন্য চাপ দিলে মিজানুর কালক্ষেপণের একপর্যায়ে ভয়ভীতি দেখিয়ে মেয়ের ব্যবহৃত মোবাইলফোনটি ছিনিয়ে নেয় এবং প্রেমের সম্পর্কের সমস্ত আলামত নষ্ট করে দেয়। অপর সহযোগী বিশ্বনাথের মটর সাইকেলে যোগে তাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসে।এ ঘটনায় ধর্ষিতা দেবহাটা সম্মেলনী মাধ্যমিক বিদ্যালয়ের দশম স্কুল ছাত্রী (১৭) শ্যামনগর থানায় ৩ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছে। অন্য আসামীরা হলো, ভামিয়া গ্রামের স্বপন মণ্ডলের ছেলে বিশ্বজিৎ মণ্ডল ও একই গ্রামের হরসিৎ মণ্ডলের বিশ্বনাথ মণ্ডল।শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদে মিজানুর রহমান ধর্ষণের কথা স্বীকার করেছে। ধর্ষিতা ওই ছাত্রীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে (সামেক) পাঠানো হয়েছে। ধর্ষক মিজানকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে ওসি জানান।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!