• ঢাকা
  • রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩১

সাতক্ষীরায় বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক


FavIcon
সাতক্ষীরা প্রতিনিধিঃ
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২০, ০৭:০৭ পিএম
সাতক্ষীরায় বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

সাতক্ষীরার কালিগঞ্জে বিয়ের প্রলোভনে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের মামলায় মাফিজুল ইসলাম (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার মাফিজুলকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।মাফিজুল উপজেলার কুশুলিয়া ইউনিয়নের কুলিয়া দুর্গাপুর গ্রামের মৃত মেনা মোল্যার ছেলে।মামলা সূত্রে জানা যায়, উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গণপতি গ্রামের সপ্তম শ্রেণীর ছাত্রীর সাথে কয়েক মাস আগে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন মাফিজুল। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন তিনি। বিষয়টি জানার পর স্কুলছাত্রীর বাবা থানায় মামলা দায়ের করেন।এর প্রেক্ষিতে উপ-পরিদর্শক চিন্ময় মণ্ডলের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক মাফিজুলকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে পাঠিয়েছে।কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ধর্ষণের শিকার স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।

 

 

 


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!