• ঢাকা
  • মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

মোবাইল চুরির দায় এড়াতে অভিযুক্ত জানালো অনলাইন জুয়াড় টাকা উঠাতে এসেছি


FavIcon
আব্দুল মান্নান খান :
প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৫, ০৯:৩২ পিএম
মোবাইল চুরির দায় এড়াতে অভিযুক্ত জানালো অনলাইন জুয়াড় টাকা উঠাতে এসেছি

চাঁদপুরের মতলব দক্ষিণে মোবাইল চুরির দায় এড়াতে অভিযুক্ত অদ্ভুত এক যুক্তি দাড় করিয়ে  বল্লেন অনলাইন জুয়ার টাকা তুলতে এসেছি।
সরেজমিনে ভুক্তভুগীর অভিযোগে জানাযায়, গত ২৬ এপ্রিল ভোররাত অনুমান চারটার দিকে মতলব পৌরসভার উত্তর নলুয়া খান বাড়ির মোঃ ওসমান খান তার ঘরে ঘুমাচ্ছেন। 
হঠাৎ শিয়রের উপরে শব্দ শুনতে পান এবং চোখ মেলে দেখতে পায় একই এলাকার জসিম উদ্দিন সরদারের ছেলে সালাউদ্দিন মাথার উপরে চার্জে থাকা মোবাইল ফোনটি নিয়ে দৌড়ে বেরিয়ে যাচ্ছে এবং নিজের চেহারা আড়াল করতে ঘরে থাকা একটি গামছা দিয়ে তার মুখ ডাকতে চেষ্টা করে। বেড়াতে আসা বড় বোন লাইট জালিয় ওয়াশরুমে গিয়েছে তাই তাকে চিনতে সহজ হয়েছে। 
এর আগে সারারাত সে এই বাড়ির আসেপাশে অবস্থান করে তা একাদিক ব্যাক্তিও দেখে। পরদদিন সকালে ঘটনাটি জানাজানি হয় এবং সালাউদ্দিন মোবাইল নিয়েছে বলে অভিযোগ উঠে। পরে সে আর একজনসহ ওসমান খানের কাছে যায় এবং মোবাইল চুরির বিষয়টি অস্বীকার করে। উপস্থিত লোকজন সারারাত এখানে অবস্থান করার কথা জিজ্ঞেস করলে সে তা শিকার করে তবে অন্য একটি কারণ উল্লেখ করেন। 
কারণ জানতে চাইলে সালাউদ্দিন সরদার বলেন, সে নিয়মিত অনলাইনে জুয়া খেলে এবং ঐরাতে সে প্রায় দশহাজার টাকা আয় করে।  আর সে টাকা উঠাতে এমরানের কাছে এসেছি। এমরান ভুক্তভুগী ওসমান খানের পাশের ঘরের জয়নালে মামাতো ভাই।
ওসমান খান বলেন, শব্দ শুনে সজাগ না হলে ঘরে আমার নতুন ছেলে বউ নগদ টাকাসহ স্বর্নগয়না নিয়ে যেতো। 
এলাকাবাসী বলেন, সে একা না, তার রয়েছে বড় ধরণের একটা চক্র। তারা সারাক্ষণ নেশায় ডুবে থাকে আর জুয়া খেলে রাত হলে তারা এধরণের চুরি সেছরামি করে ধাকে। প্রসাশন এদের বিষয়ে আরোও তৎপর হবে এমনটাই দাবি করি।
 


Side banner
Link copied!