
ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষে সিরাজগঞ্জে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) সকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আয়োজনে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ তালুকদারের সভাপতিত্বে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
ফৌজদারী মামলা দ্রুত নিষ্পত্তি ক্ষেত্রে উদ্ভুত সমস্যাসমুহ নিরশন কল্পে Criminal Rulesand Orders 2009 এর ৪৮১ বিধি মোতাবেক কনফারেন্সে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান, কোম্পানী কমান্ডার র্যাব -১২, দীপংকর ঘোষ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাসেল মাহমুদ, কেএম শাহারিয়ার শহীদ বাপ্পি, গোলাম রব্বানী, আইভীন আক্তার,মো. আলমগীর হোসেন,ওবায়দুল হক রুমী, ও ওমর ফারুক সদর থানার অফিসার ইনচার্জ মো, হুমায়ন কবীর প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ রাশেদ তালুকদার বলেন - ন্যায় বিচার প্রতিষ্টার লক্ষ্যে সমন জারী,গ্রেফতারী, হুলিয়া ও ক্রোকি পরোয়ানা (পিএন্ডএ) পুলিশ কর্তৃক মামলায় সাক্ষী উপস্থিত করণ, ইনকোয়ারি বা ইনভেস্টিগেশন এর ক্ষেত্রে প্রতিবন্ধকতা দুরীকরণ, সময়মত মেডিক্যাল সার্টিফিকেট ময়না তদন্ত প্রতিবেদন ফরেনসিক ফিসেরা রিপোর্ট প্রাপ্তি
হুলিয়াজারী এবং সম্পত্তি জব্দ করার বিষয়ে দ্রুত প্রতিবেদন প্রাপ্তিসহ
বিচারক ও ম্যাজিস্ট্রেটগণের নিরাপত্তা ব্যবস্থা এবং আদালত চত্বরের নিরাপত্তা বিধানসহ মামলার দ্রুত নিষ্পত্তির জন্য গ্রহণীয় পদক্ষেপ নিশ্চিত করতে করণীয় বিষয়ে আলোচনা করার জন্য মতামত ব্যক্ত করেন।
এ সময় বিচারক,মেডিকেল অফিসার, প্রশাসনিক কর্মকর্তা ও ১০ টি থানার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :