• ঢাকা
  • শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

শরীয়তপুরে চোরসহ চোরাই গরু উদ্ধার।


FavIcon
নুরুজ্জামান শেখ, শরীয়তপুরঃ
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫, ০৪:৫৬ পিএম
শরীয়তপুরে চোরসহ চোরাই গরু উদ্ধার।

শরীয়তপুর সদর পৌরসভার ২ নং ওয়ার্ডের বিলাস খান গ্রামের খান বাড়ি এলাকা থেকে চোরসহ চোরাই গরু উদ্ধার করেন পালং মডেল থানা পুলিশ।  
গত ২৫ এপ্রিল ২০২৫ (শুক্রবার) চোরাইকৃত গরুটিকে উদ্ধার করে এবং গরু চোরকে গ্রেফতার করেন পালং থানা পুলিশ।চুরি যাওয়া উদ্ধারকৃত গরুর মালিক মোঃ ফরহাদ হাওলাদার গণমাধ্যমকে জানান, গত ২৫ এপ্রিল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রতিদিনের মতো মাঠ থেকে আমার পালিত গরুগুলিকে এনে আমার গোয়াল ঘরে বেঁধে রেখে পালং বাজারে যাই।পালং বাজার থেকে এসে আমার গোয়াল ঘরে প্রবেশ করে দেখি আমার গোয়াল ঘরের চারটি গরুর মধ্যে সাদাকালো একটি ষাঁড় গরু নাই। তাৎক্ষণিকভাবে আশেপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে আমি ডাক চিৎকার দেই।অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে বুঝতে পারলাম  আমার গরুটি চুরি হয়ে গেছে। আমার গরু চুরি হওয়ায় আমি পালং মডেল থানায় হাজির হয়ে অজ্ঞাতনামায় একটি চুরির অভিযোগ দায়ের করি। অভিযোগ দায়ের  করার ঘন্টা খানেক  পর লোক মাধ্যম  জানতে পারি বিলাস খান গ্রামের স্থানীয় কিছু লোকজন গরু সহ চোরকে আটক করে এবং পালং থানার পুলিশকে অবগত করে।পালং থানার অভিসার ইনচার্জ মোঃ হেলাল উদ্দিন এর নির্দেশক্রমে  এসআই মোঃ জব্বার পুলিশের একটি টিম নিয়ে ঘটনা স্থলে গিয়ে চোরাইকৃত  গরুকে উদ্ধার করেন এবং গরু চোর মো: সম্রাট কাজী(২২)কে গ্রেফতার করেন।
পালং  থানার অফিসার ইনচার্জ  মোঃ হেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেন সংবাদের ভিত্তিতে আটক হওয়া ঘটনাস্থল থেকে চোরাইকৃত একটি ষাঁড় গরু উদ্ধার করি এবং গরু চোরকে গ্রেফতার করি।গরু চোরের বিরুদ্ধে  নিয়মিত  আইনে মামলা হয়েছে।গরু চোর চক্রের প্রধান হোতাকে  গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।


Side banner
Link copied!