• ঢাকা
  • রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

রাবিতে বিদ্যুৎস্পৃষ্টে গেল ইলেকট্রিশিয়ানের প্রাণ


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫, ১২:৪২ পিএম
রাবিতে বিদ্যুৎস্পৃষ্টে গেল ইলেকট্রিশিয়ানের প্রাণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিমন ঘোষ তুফান (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মমতাজউদ্দিন আহমেদ একাডেমিক ভবনের সামনে এঘটনা ঘটে। তুফান রাজশাহী নগরীর রাজপাড়া থানার সিপাইপাড়া মহল্লার বাসিন্দা। তার বাবার নাম রাজেন ঘোষ।প্রত্যক্ষদর্শীরা জানান, তুফান একজন ইলেকট্রিশিয়ান হিসেবে একটি ভ্রাম্যমাণ জুসের দোকানে বিদ্যুৎ সংযোগ দিতে আসেন। বৈদ্যুতিক খুঁটিতে উঠে কাজ করার সময় তিনি হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। পাশেই অবস্থান করা নিরাপত্তা প্রহরী তাৎক্ষণিকভাবে সুইচ বন্ধ করে দিলে তুফান নিচে পড়ে যান। এরপর দ্রুত তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং পুলিশকে জানানো হয়। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত যুবক একজন ইলেকট্রিশিয়ান হিসেবে দোকানের সংযোগ দিতে এসেছিলেন।”

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, “বিদ্যুৎস্পৃষ্টে নিহত হওয়ার ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।রামেক হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”


Side banner
Link copied!