• ঢাকা
  • শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

জব্বারের বলীতে আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৫, ০৮:০৯ পিএম
জব্বারের বলীতে আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

চট্টগ্রামের ঐতিহ্যবাহী ও শতবর্ষী ক্রীড়া প্রতিযোগিতা জব্বারের বলী খেলায় টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। শুক্রবার (২৫ এপ্রিল) নগরীর ঐতিহাসিক লালদীঘির ময়দানে আয়োজিত ১১৬তম আসরের চূড়ান্ত পর্বে তিনি রাশেদ বলীকে পরাজিত করে এই কৃতিত্ব অর্জন করেন।

বাঁশ ও বালু দিয়ে তৈরি মঞ্চে প্রায় ৩০ মিনিট ধরে চলে দুই বলীর মধ্যে দারুণ লড়াই। নানা কৌশল, অভিজ্ঞতা ও শারীরিক শক্তির প্রয়োগে রাশেদ বলীকে পরাস্ত করেন বাঘা শরীফ। বিজয়ের ঘোষণার সঙ্গে সঙ্গে তিনি উঁচিয়ে ধরেন হাত, জানান দেন তার শক্তি ও আত্মবিশ্বাসের।

পরে বিজয়ীর হাতে ট্রফি তুলে দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, “চট্টগ্রামের প্রাণ এই বলী খেলা। ব্রিটিশ বিরোধী আন্দোলনে এ খেলাই তরুণদের শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করেছিল। এই ঐতিহ্য ধরে রাখা আমাদের দায়িত্ব।”

বৃটিশ শাসনের বিরুদ্ধে চেতনা সৃষ্টির লক্ষ্যে ১৯০৯ সালে বিশিষ্ট ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর এই বলী খেলার সূচনা করেন। সময়ের পরিক্রমায় এটি শুধু ক্রীড়া উৎসব নয়, বরং চট্টগ্রামের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে।

এবারের আসরে অংশ নেন ৯০ জনেরও বেশি বলী। চারপাশে বাজে ঢাক, ঢোল ও অন্যান্য বাদ্যযন্ত্র। উৎসবমুখর পরিবেশে লালদীঘী সংলগ্ন এলাকাজুড়ে বসে বিশাল বৈশাখী মেলা। দূরদূরান্ত থেকে মানুষ এসে উপভোগ করে এই ব্যতিক্রমী খেলা।

বাশখালী থেকে আসা দর্শক আবদুল হামিদ বলেন, “এই খেলা দেখতে প্রতিবছরই আসি। আমাদের মন ভরে যায়। এটা শুধু খেলা না, একটা আবেগ।”

জব্বারের বলী খেলা আজও স্মরণ করিয়ে দেয় অতীতের সংগ্রাম, ঐক্য ও শক্তির গল্প। আর কুমিল্লার বাঘা শরীফ যেন সেই গল্পেরই আধুনিক প্রতীক।


Side banner
Link copied!