• ঢাকা
  • শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

সরকারি গাছ আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৫, ১২:১২ পিএম
সরকারি গাছ আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

ইউনিয়ন পরিষদের সরকারি গাছ আত্মসাতের অভিযোগে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বখতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ ফারুক উল আযমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত মঙ্গলবার (২২ এপ্রিল) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তৌহিদ এলাহী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, অননুমোদিতভাবে ইউনিয়ন পরিষদের সরকারি গাছ আত্মসাতের উদ্দেশে কর্তন করার অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকারের কাছে অনুরোধ করেছিলেন জেলা প্রশাসক। যেহেতু চেয়ারম্যানের বিরুদ্ধে উল্লিখিত অভিযোগ তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে, সেহেতু সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ফারুক উল আযম কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় তাকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘বখতপুর ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এসংক্রান্ত একটি মেইল পেয়েছি সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে।’


Side banner
Link copied!