
কক্সবাজার জেলার পেকুয়া উপজেলা কৃষক লীগের সভাপতি ও কক্সবাজার-১ আসনের সাবেক এমপি জাফর আলমের অন্যতম সহযোগী একাধিক মামলার পলাতক আসামি মেহের আলীকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ শুক্রবার (২৫ এপ্রিল) সকালে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম. মোজাফ্ফর হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কক্সবাজার জেলার চকরিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) মামলার এজাহারনামীয় পলাতক আসামি মেহের আলীকে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার রসুলবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘মেহের আলী পেকুয়া উপজেলা কৃষক লীগের সভাপতি ও কক্সবাজার-১ আসনের সাবেক এমপি জাফর আলম প্রকাশ বাইট্টা জাফরের অন্যতম সহযোগী।তার বিরুদ্ধে কক্সবাজার জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।’
আপনার মতামত লিখুন :