• ঢাকা
  • শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যসহ ৫৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৫, ১১:৪৮ এএম
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যসহ ৫৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ সংক্রান্ত অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক উপাচার্য, রেজিস্ট্রারসহ ৫৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক রোকনুজ্জামান এ আদেশ দেন। আদালতের সেরেস্তাদার কৃপাসিন্ধু দাশ জানিয়েছেন, মামলার সব আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে।

এর আগে, গত রোববার দুর্নীতি দমন কমিশনের (দুদক) সিলেট কার্যালয়ের উপসহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ইসমাইল হোসাইন ইমন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৮ সালে প্রতিষ্ঠিত সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ পায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এরপর ২০২৩ সালের ১৬ নভেম্বর কমিশন একটি তদন্ত পরিচালনা করে।

তদন্তে সাবেক উপাচার্য মোর্শেদ আহমেদ চৌধুরী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. নঈমুল হক চৌধুরীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নিয়োগে অনিয়ম ও দুর্নীতির সত্যতা পাওয়া যায়।

অভিযোগে বলা হয়, ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে ২২০ জনকে অ্যাডহক ভিত্তিতে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়, যার মধ্যে অতিরিক্ত ১৪১ জনের নিয়োগ ছিল পুরোপুরি অনিয়মতান্ত্রিক।

এ ছাড়া যাদের বাস্তব কাজের অভিজ্ঞতা ছিল না, যারা শিক্ষা জীবনে তৃতীয় বিভাগধারী কিংবা ভিন্ন ডিগ্রিধারী, এমন ব্যক্তিদেরও নিয়মবহির্ভূতভাবে নিয়োগ দেওয়া হয়। কিছু ক্ষেত্রে অ্যাডহক ভিত্তিতে নিয়োগপ্রাপ্তদের পদোন্নতিও দেওয়া হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।


Side banner
Link copied!