• ঢাকা
  • শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন


FavIcon
মোঃ রহমত আলী, হবিগঞ্জঃ
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৫, ১০:৪৪ পিএম
আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন

দৈনিক আমার দেশ-এর সম্পাদক ও প্রকাশক ড. মাহমুদুর রহমানসহ চার সাংবাদিকের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে হবিগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধনের আয়োজন করে আমার দেশ পাঠমেলা, হবিগঞ্জ। 
হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ডিবিসি টিভি প্রতিনিধি মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে ও আমার দেশ প্রতিনিধি কামরুল হাসান এর সঞ্চালনায় বক্তৃব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বাংলাভিশন প্রতিনিধি মোহাম্মদ নাহিজ, সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, ইউপি চেয়ারম্যান মোঃ কায়সার রহমান, সাবেক পৌর কাউন্সিলর আব্দুল জলিল, জেলা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি শাহ মশিউর রহমান কামাল, বাংলাদেশ বেতার এর জেলা প্রতিনিধি শরিফ চৌধুরী, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন, লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, পাঠকমেলা চুনারুঘাট সভাপতি আব্দুল ওয়াদুদ মাষ্টার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সুমন, ছাত্রদল নেতা মোজাক্কির হোসেন ইমন,  হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব শাহরিয়ার নাজিম, চুনারুঘাট প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক খন্দকার আলাউদ্দিন, শায়েস্তাগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মুহিন শিপন, কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি সাব্বির হোসেন, সাংবাদিক রহমত আলী, এম এ রাজা, এমআর শায়েল, মহিবুর রহমান, আমার দেশ প্রতিনিধি সাইফুল ইসলাম,  সাজিদুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, আব্দুল কাদের সেন্টু, ছাতলপাড় বন্দর প্রতিনিধি আশিকুর রহমান চৌধুরী ফনি প্রমুখ।  
বক্তারা বলেন, মাহমুদুর রহমান একজন মজলুম সম্পাদক ও নির্ভিক সৎ সাংবাদিক। তিনি একজন দেশ প্রেমিক সম্পাদক। বিগত ফ্যাসিস্ট হাসিনার সরকারের সময় রোষানলে শিকার হয়েছেন তিনি। তার উপর হামলা মামলা হয়েছে বহুবার। এখনো হাসিনার দোসররা মামলা দিয়ে দমিয়ে রাখতে চায়। বক্তারা  অবিলম্বে তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানান।


Side banner
Link copied!