• ঢাকা
  • শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

বেলকুচিতে পৈত্রিক সম্পত্তির অধিকার চাওয়ায় বোনকে মেরে রক্তাক্ত করলেন প্রধান শিক্ষক


FavIcon
জহুরুল ইসলাম:
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৫, ১১:৪৫ এএম
বেলকুচিতে পৈত্রিক সম্পত্তির অধিকার চাওয়ায়  বোনকে মেরে রক্তাক্ত করলেন প্রধান শিক্ষক

 সিরাজগঞ্জের বেলকুচিতে পৈত্রিক সম্পত্তির অধিকার চাওয়ায় আপন বড় বোনকে মারপিট করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের বেলকুচির সাইদুল ইসলাম নামে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। গুরুতর আহত বড় বোন মনোয়ারা বেগম সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার দুটি দাঁত ভেঙে গেছে। 

এ ঘটনায় গত ২০ এপ্রিল ভিকটিমের স্বামী আব্দুল মজিদ বাদী হয়ে ৬ জনকে আসামী করে বেলকুচি থানা আমলী আদালতে মামলা দায়ের করেছেন। আসামীরা হলেন, রান্ধুনীবাড়ী আলিমুদ্দিন ওসমানগনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম, তার ভাই সাইফুল ইসলাম, ভাতিজা শরিফুল ইসলাম (সোহান), ফজিয়া খাতুন,    সুমি খাতুন   ও মটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা সাহানা খাতুন  

মামলার এজাহার ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের চক মকিমপুর গ্রামে পৈত্রিক সম্পত্তিতে ৩০ বছর ধরে বাস করছিলেন মনোয়ারা বেগম। কিন্তু বোনদের সম্পত্তি থেকে বঞ্চিত করতে দীর্ঘদিন থেকেই ষড়যন্ত্র করছেন সাইদুল মাস্টার গং। তারা কৌশলে বোনদের বাদ দিয়ে সব সম্পত্তি নিজেদের নামে রেকর্ড করিয়ে নিয়েছে। অপরদিকে মনোয়ারাকে তার বাবার বাড়ি থেকে উচ্ছেদের জন্য হুমকি-ধামকি হামলাসহ নানা অপচেষ্টা করে যাচ্ছে। নিরাপত্তার জন্য ২০২২ সালের ডিসেম্বরে আদালতে শান্তি রক্ষায় মামলা করেন মনোয়ারা। এ কারণে ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি তাকে বেধড়ক মারপিট করা হয়। এ ঘটনায় মামলা হলে পিবিআই তদন্তপূর্ক আসামীদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেছে। মামলাটি আদালতে শুনানীর অপেক্ষায় রয়েছে। 

এদিকে বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে ২০২৩ সালের ৩০ নভেম্বর হঠাৎ করে  ১৯৮২ সালের একটি দলিল দেখিয়ে বলে তোমাদের অংশ ৪২ বছর আগেই আমাদের লিখে দিয়েছ। অথচ ১৯৮২ সালে মনোয়ারা বেগম ছিলেন ৭ বছর বয়সী নাবালিকা। তাকে এবং তার বড় বোন জাহানারা খাতুনকে দাতা দেখিয়ে জাল দলিল উপস্থাপন করা হয়। এ ঘটনায় মনোয়ারা বেগম বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ১৯৮২ সালের ২৪১১নং দলিলটি জাল বলে প্রমাণ পায় সিআইডি। এভাবেই বোনকে বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করতে ষড়যন্ত্র করে যাচ্ছেন সাইদুল ইসলাম গং। 

সর্বশেষ গত ১৩ এপ্রিল রাত পৌণে ১১টার দিকে সাইদুল ইসলামের নেতৃত্বে অন্যান্যরা দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে মনোয়ারার উপর হামলা চালায়। গরু জবাই করা ছুরি দিয়ে মাথায় কোপ দিয়ে গুরুতর জখম করা হয় এবং লোহার রড মারপিটের এক পর্যায়ে মনোয়ারার উপরের দুটি দাঁত ভেঙে পড়ে যায়। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর আহত অবস্থায় মনোয়ারাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীরা। 

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মিতুল ভৌমিক বলেন, আঘাতে মনোয়ারার দুটি দাঁত ভেঙে গেছে। বর্তমানের তার অবস্থা আশংকামুক্ত। 

বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারেক বলেন, চক মকিমপুর গ্রামের একজন নারীকে মারপিট করে আহত করার কথা আমরা শুনেছি। এ ব্যাপারে আদালতে মামলা হয়েছে। পিটিশনটি থানায় এলে তদন্তপূর্বক আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

এ বিষয়ে প্রধান শিক্ষক সাইদুল ইসলাম বোনকে মারপিটের বিষয়টি অস্বীকার করে বলেন, ভাবী আর ভাতিজিদের সাথে ধাক্কাধাক্কি হয়েছে। তিনি বলেন, বোনকে সম্পত্তি দেওয়ার জন্য আমি অজু করে বসে আছি। আমার ৭ বোনকেই জমিজমা বুঝিয়ে দিয়েছি। এই বোনটা কেস করার কারণে বুঝিয়ে দেই নাই। তাকে বললাম কেস তুলে নিয়ে সম্পত্তি বুঝে নাও। তার কথা বাড়ীর ভাগ নেব। 


Side banner
Link copied!