• ঢাকা
  • মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

ভাড়াটিয়ার কিল-ঘুষির আঘাতে শিক্ষকের মৃত্যু


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৫, ০৭:৫৭ পিএম
ভাড়াটিয়ার কিল-ঘুষির আঘাতে শিক্ষকের মৃত্যু
সংগৃহীত ছবি

কক্সবাজারের উখিয়া ডিগ্রি কলেজের শরীরচর্চা শিক্ষক মোহাম্মদ ইকবাল ভাড়াটিয়ার কিল-ঘুষির আঘাতে মারা গেছেন। দোকানের ভাড়া নিয়ে কথা-কাটাকাটির জেরে গতকাল রবিবার (২০ এপ্রিল) গভীর রাতে ভাড়াটিয়ার লাথি ও কিল-ঘুষিতেই প্রাণ হারান তিনি।

এ ঘটনার পর পুলিশ মোহাম্মদ শরিফ প্রকাশ বট্টল (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে। আটক শরিফ উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পূর্ব সিকদার বিলের শামসুল আলমের ছেলে।কলেজশিক্ষক হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন জানান, হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।স্থানীয়রা জানায়, রবিবার দিবাগত রাত দেড়টার দিকে ঘিলাতলী নিজ বাড়ির সামনে দোকানের ভাড়াসংক্রান্ত বিষয় নিয়ে কথা-কাটাকাটির জেরে শরীফ শিক্ষক ইকবালের ওপর হামলা করেন। আহত অবস্থায় স্বজন ও এলাকাবাসী তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


Side banner
Link copied!