• ঢাকা
  • মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

জমিতে সেচ দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশ মোতায়েন


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৫, ০৭:৪৩ পিএম
জমিতে সেচ দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশ মোতায়েন

ঝিনাইদহের শৈলকুপায় ধানের জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৭ জন আহত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার আনিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের দবির মণ্ডল ও আবু তালেবের সমর্থকদের মধ্যে এলাকায় দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার দুপুরে গ্রামের মাঠে জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে দবির মণ্ডলের ভাই লাল্টুর সঙ্গে আবু তালেবের এক সমর্থকের কথা-কাটাকাটি হয়।এরই এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ অন্তত ৭ জন আহত হয়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি ঘরবাড়ি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান  বলেন, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের সামাজিক বিরোধ ছিল। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।


Side banner
Link copied!