
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বজ্রপাতে কামাল শেখ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের বাধুলী খালকুলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই গ্রামের সাইদ শেখের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য মো. মুকুল সিকদার জানান, কামাল তার বাবা ও ভাগিনা রাজুকে সঙ্গে নিয়ে মরিচক্ষেতে কাজ করছিলেন। হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিনজন দৌড়ে বাড়ি ফিরছিলেন। পথেই বজ্রপাতে কামাল শেখ ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরো জানান, তার ভাগিনা রাজু অজ্ঞান হয়ে পড়লেও পরবর্তীতে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা হয়।বালিয়াকান্দি থানার ওসি মো. জামাল উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :