• ঢাকা
  • মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরচালানকৃত ৪৫ ভারতীয় স্মার্টফোনসহ আটক ১


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৫, ০২:১৯ পিএম
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরচালানকৃত ৪৫ ভারতীয় স্মার্টফোনসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ৪৫টি চোরাচালানকৃত ও অবৈধ ভারতীয় মোবাইলফোনসহ মো. হানজালা (২৫) নামে এক যুবক আটক হয়েছেন।

আজ সোমবার (২১ এপ্রিল) সকাল ৬টার দিকে অভিযান পরিচালনা করে তাকে মোবাইল ফোনসহ আটক করা হয়। তিনি শিহগঞ্জের দেওয়ান জায়গীর কোট বাজার এলাকার মো. ফেত্তারের ছেলে।বিজিবি জানায়, আজ সোমবার সকাল ৬টায় দিকে দূর্লভপুর ইউনিয়নের বাররশিয়া গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনাকালে সন্দেহজনক গতিবিধির হানজালাকে একটি ব্যাগ হাতে আসতে দেখা যায়।বিজিবি টহলদল তাকে থামার সংকেত দিলে তিনি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে টহলদল ধাওয়া দিয়ে তাকে ৪৫টি  চোরাচালানকৃত ও অবৈধ ভারতীয় স্মার্টফোনসহ আটক করে।

 

আজ দুপুর সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফোনসহ আটক হানজালাকে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।৫৩ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আসরারল হক বলেন, ‘বিজিবি সীমান্তে অস্ত্র, মোবাইল, গবাদিপশু, মাদকদ্রব্য ও অনান্য অবৈধ মালামাল চোরাচালান রোধে জিরো টলারেন্স নীতিতে কাজ করা যাচ্ছে।এ জন্য নিয়মিত ও বিশেষ টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’


Side banner
Link copied!