• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ভাঙ্গুড়ায় নিখোঁজের একদিন পর কিশোরের মরদেহ উদ্ধার


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৫, ১২:৪০ এএম
ভাঙ্গুড়ায় নিখোঁজের একদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

পাবনার ভাঙ্গুড়ায় নিখোঁজের এক দিন পর নাহিদুল ইসলাম নাহিদ (১৫) নামের এক কিশোরের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে পৌর শহরের ১৩২/৩৩ কেবি পল্লি বিদ্যুৎ গ্রিড উপকেন্দ্রের পাশের রেললাইনের ধার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নাহিদ সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার উধুনিয়ার খানপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে এবং ভাঙ্গুড়া উপজেলার মাদারবাড়ীয়া উচ্চ বিদ্যালয় নবম শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার্থী বড় বোন মিম খাতুনকে নিয়ে ভাঙ্গুড়া জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যায় নাহিদ।সকাল ৯টার দিকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে মিম। কিন্তু পরীক্ষা শেষে নাহিদকে আর খুঁজে পায়নি মিম। এরপর পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করলে নাহিদের খোঁজ পাননি। অবশেষে শুক্রবার বিকেলে স্থানীয়রা রেল লাইনের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি নাহিদের বলে নিশ্চিত হয়।

 

নাহিদের পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার ১০টা থেকেই নাহিদের ফোন বন্ধ পাওয়া যায়। এদিন সন্ধ্যায় থানায় মিসিং ডায়েরি করেন তারা। নাহিদকে অপহরণ করে হত্যা করা হয়েছে বলে দাবি করের পরিবারের সদস্যরা।

মাদারবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন বলেন, ‘ছেলেটাকে ভদ্র ও শান্ত হিসেবেই জানি। কারো সঙ্গে বিরোধ ছিল কি না, জানা নেই। কিভাবে এমন ঘটনা ঘটলো সেটা জানা নেই।’

ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নিহত কিশোরের মাথায় ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে। রেলওয়ে পুলিশকেও খবর দেওয়া হয়েছে।সে গতকাল থেকে নিখোঁজ ছিল। কিভাবে তার মৃত্যু হয়েছে, তা তদন্তের পর জানা যাবে।


Side banner
Link copied!