• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ঝিনাইদহে আওয়ামী লীগ নেতা টানু মল্লিক গ্রেপ্তার


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৫, ১২:৩৩ এএম
ঝিনাইদহে আওয়ামী লীগ নেতা টানু মল্লিক গ্রেপ্তার

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সাজেদুল ইসলাম টানু মল্লিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে হরিণাকুণ্ডুর পার্বতীপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারের বিষয়টি  নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয় ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের বাড়ি ভাঙচুরসহ অগ্নিসংযোগ মামলার আসামি ছিলেন আওয়ামী লীগ নেতা টানু মল্লিক।৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।


Side banner
Link copied!