• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

হাছেনুরের মরদেহ হস্তান্তর করলো বিএসএফ


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৫, ০১:১৯ এএম
হাছেনুরের মরদেহ হস্তান্তর করলো বিএসএফ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী সীমান্তে হাছেনুর রহমান (২৫) নামে এক যুবককে গুলি করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সেদিন রাতেই আহত হাছেনুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ১১টায় হাছেনুরের মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ।

বুধবার (১৬ এপ্রিল) উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের মধ্য সিঙ্গিমারী এলাকার ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

হাছেনুর সিঙ্গিমারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জাহিদুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) খারিজা জোংড়া এলাকার সীমান্ত পিলার ৮৮১/১৩-এ বিজিবি-বিএসএফের উপস্থিতিতে হাছেনুর রহমানের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।‎বুধবার (১৬ এপ্রিল) দুপুরে নিজ জমিতে ঘাস কাটতে যান হাছেনুর। একপর্যায়ে তাকে গুলি করেন বিএসএফ সদস্যরা। সঙ্গে সঙ্গে তিনি জমিতে লুটিয়ে পড়েন। পরে বন্দুক দিয়ে এলোপাতাড়ি মারধর করেন তারা। একপর্যায়ে টেনেহিঁচড়ে ভারতে নিয়ে যায় বিএসএফ। গুলিবিদ্ধ হাছেনুর জীবিত আছেন কি না মারা গেছেন তা জানা যায়নি।


Side banner
Link copied!