
সুনামগঞ্জের ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডের সিবিএ সভাপতি আব্দুল কুদ্দুসকে(৫৮) গ্রেফতার করা হয়। গত বৃহস্পতিবার (১৬এপ্রিল) দুপুরে তার বসত বাড়ি হইতে তাকে গ্রেফতার করা হয়েছে। সে পৌর শহরের ২নং ওয়ার্ড নোয়ারাই ইসলামপুর গ্রামের মো. হোসেনের ছেলে এবং ছাতক সিমেন্ট ফ্যাক্টরীর সিবিএ সভাপতি, বিসিআইসি শ্রমিক কর্মচারী ফেডারেশনের সহ সভাপতি ও সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারন সম্পাদক। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান আকন্দের দিক নির্দেশনায় এসআই সিকান্দর সহ একাধিক ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান (ডেভিল হান্ট) পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
এব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান আকন্দ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, বিশেষ অভিযানে রাজনৈতিক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :