• ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

দাঁড়িয়ে থাকা ট্রাকে বালুভর্তি ট্রাকের ধাক্কা, নিহত ২


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৫, ১২:৫৭ পিএম
দাঁড়িয়ে থাকা ট্রাকে বালুভর্তি ট্রাকের ধাক্কা, নিহত ২

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বালুভর্তি আরেকটি ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। বুধবার ভোর সোয়া ৪টার দিকে উপজেলার নাজিরপুর এলাকার নোয়াখালী-লক্ষীপুর মহাসড়কের জালালের গ্যারেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ফাজিলপুর এলাকার জসিম উদ্দিনের ছেলে মো. সজিব (১৮) ও একই ইউনিয়নের কেন্দুর ভাগ এলাকার শাহ আলমের ছেলে সাকিব (২০)।স্থানীয়রা জানান, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাটিতে ধাক্কা দিলে চলন্ত ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ট্রাকের হেলপার সজিব ও চালকের পাশে থাকা বন্ধু সাকিব ঘটনাস্থলেই নিহত হয়। পরে ভোর ৫টার দিকে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ও চৌমুহনী ফায়ার সার্ভিসের সহযোগিতায় ট্রাক কেটে তাদের বের করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  ট্রাকের চালক আহত অবস্থায় পালিয়ে যায়।চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি রুহুল আমিন বলেন, 'পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে। লক্ষীপুর থেকে আসা একটি বালুভর্তি ট্রাক দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাকে সজোরে ধাক্কা দেয়। এতে চলন্ত ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুজন নিহত হন।এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।'


Side banner
Link copied!