• ঢাকা
  • বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

টঙ্গীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল যুবকের


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৫, ১১:১৮ এএম
টঙ্গীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল যুবকের

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীতে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মিন্টু (৩৮) নামে এক যুবক নিহত হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ছয়গড়ী গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মিন্টু পেশায় একজন টাইলস মিস্ত্রি।তিনি টঙ্গীতে থেকে তার পেশাগত কাজ করতেন। আজ মঙ্গলবার সকাল সোয়া ৬টার দিকে হোসেন মার্কেট এলাকা দিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন তিনি। এ সময় অজ্ঞাতনামা গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মাথা থেঁতলে ঘটনাস্থলেই মারা যান তিনি।পরে ৯৯৯- এ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

 

টঙ্গী পূর্ব থানার এসআই সফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।’


Side banner
Link copied!