
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের ঘোপঘাট এলাকায় তরমুজবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ট্রাকচালক ও তার সহকারী (হেলপার) নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ট্রাকচালক মো. ইদ্রিস আলী (৩০), চালকের সহকারী মো. ফয়সাল খান (২৫)।জানা গেছে, খুলনা থেকে ঢাকা অভিমুখে যাওয়া একটি তরমুজবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।সংঘর্ষের পর ট্রাকটি গাছের সঙ্গে আটকে যায় এবং চালক ও হেলপার দুজনই গাড়ির ভেতরে আটকে পড়েন।
খবর পেয়ে মধুখালী ফায়ার সার্ভিস, মাগুরা ফায়ার সার্ভিস ও করিমপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘণ্টা অভিযানের পর দুজনকে গাড়ি থেকে বের করে। হেলপারের ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় চালককে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাশেদুল আলম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মধুখালী ও মাগুরা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সহায়তায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়।
করিমপুর হাইওয়ে থানার টিএসআই মো. আনোয়ার হোসেন বলেন, ‘নিহতদের মরদেহ মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে এবং পুলিশ প্রহরায় আছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল, পরে উদ্ধারকাজ শেষে স্বাভাবিক করা হয়।’
করিমপুর হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, ‘মরদেহ দুটি মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।নিহতের পরিবার-স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
আপনার মতামত লিখুন :