• ঢাকা
  • বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

কাভার্ডভ্যান চালককে গুলি করে হত্যা


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫, ১২:৩০ পিএম
কাভার্ডভ্যান চালককে গুলি করে হত্যা

নরসিংদীর ঘোড়াশালে আহসান উল্লাহ (৫০) নামে এক কাভার্ডভ্যান চালককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ঘোড়াশাল পৌর এলাকার কুমারটেক গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। পলাশ থানার ওসি মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আহসান উল্লাহ উপজেলার কুমারটেক গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। তিনি পলাশ বাগপাড়া এলাকায় অবস্থিত প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের কাভার্ডভ্যান চালক ছিলেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, রোববার রাত সাড়ে ১০টার দিকে আহসান উল্লাহ কুমারটেক এলাকার নিজ বাড়ির পাশে একটি চায়ের দোকানে বসা ছিল। এ সময় হঠাৎ একটি মোটরসাইকেলে করে দুজন দুর্বৃত্ত আহসান উল্লাহকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে তার মাথায় গুলিবৃদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।পলাশ থানার ওসি মনির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কি কারণে এই হত্যার ঘটনা তা জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেড়ে হত্যার ঘটনা ঘটতে পারে। হত্যার রহস্য উদঘাটনসহ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।


Side banner
Link copied!